Ipl,RR vs DC
March 28, 2024
0
Rajasthan Royals vs Delhi Capitals Preview: জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিপার-ব্যাটারের পজিশন নিয়ে লড়াই জোরদার। ঋষভ পন্থ ফিট হয়ে ফিরেছেন। দৌড়ে রয়েছেন ঈশান কিষাণ, জীতেশ শর্মা, লোকেশ রাহুলও। ভুললে চলবে না সঞ্জু স্যামসনের কথাও। কিপার নিয়ে যে কঠিন পরীক্ষায় পড়তে হবে নির্বাচকদের, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আজ যেমন দুই দলের লড়াই, তেমনই সঞ্জু বনাম ঋষভও।রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দুই কিপার-ব্যাটার-ক্যাপ্টেনেরও লড়াই।দিল্লি ব্যাটিং-বোলিংয়ে প্রথম ম্যাচে কিছু একটা যেন মিসিং ছিল। পাওয়ার হিটারের কথাই বলা যায়।দিল্লির নেট সেশনে তাক লাগিয়ে দিয়েছেন জ্যাক। তাঁকে খেলানোর সিদ্ধান্ত নিতেই পারে দিল্লি টিম ম্যানেজমেন্ট।
Tags