বন
মোঃ আইয়ুব মজুমদার সাইমুন
সবুজ বনের শ্যামল শোভা,
মনটা যেন পায় এক নতুন হাওয়া।
গাছে গাছে পাখির কলরব,
যেন প্রকৃতির এক মধুর উৎসব।
হরিণ ছোটে আপন মনে,
ফুলেরা দোলে মৃদুমন্দ পবনে।
ঝর্ণা বয়ে যায় আপন সুরে,
মনটা ভাসে যেন এক নতুন ফুরফুরে।
বনের মাঝে পথ হারিয়ে,
মনটা যেন যায় হারিয়ে।
প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাই,
বন যেন এক স্বর্গীয় ঠাঁই।