ipl,CSK vs KKR and CSK won by 7 wickets

0

 Chennai Super Kings vs Kolkata Knight Riders: চিপকে আইপিএল ২০২৪-এর ২২তম লিগ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন রুতুরাজ গায়কোয়াড়।জোড়া জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করা চেন্নাই সুপার কিংস হঠাৎই হোঁচট খায় টুর্নামেন্টে। তারা পরবর্তী ২টি ম্যাচে হারের মুখ দেখে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বিজয়রথ গড়গড়িয়ে ছোটে টুর্নামেন্টের শুরুতে। তারা নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় তুলে নেয়। চেন্নাই ঘরের মাঠে ২টি ম্যাচ জেতার পরে ২টি অ্যাওয়ে ম্যাচে পরাজিত হয়। কেকেআর হোম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পরে একজোড়া অ্যাওয়ে ম্যাচে বিজয় পতাকা ওড়ায়। স্বাভাবিকভাবেই চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে লড়তে হলেও আত্মবিশ্বাসে খামতি ছিল না শ্রেয়স আইয়ারদের। যদিও সোমবার চিপকের মহারণে শেষ হাসি হাসে সিএসকে। ধোনিরা ঘরের মাঠে ফিরেই জয়ের সরণী ফেরেন। মরশুমের প্রথম হারের স্বাদ পায় নাইট রাইডার্স।

Post a Comment

0Comments
Post a Comment (0)