রেল কি আসলে অসহায় সহজ এর কাছে

0


 টিকিট কালোবাজারির অভিযোগে অভিযুক্ত ট্রেনের অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকম। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার দফা অভিযানে প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তার নাম বেরিয়ে আসে। তাদের সঙ্গে যুক্ত রয়েছে রেলের লোকজনও। এমন বাস্তবতায় ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির দায়িত্ব বিতর্কিত প্রতিষ্ঠান সহজের হাতেই রয়ে গেল। সাত দিনে ঢাকা থেকে ২ লাখ ৩৪ হাজার ৫০০ টিকিট বিক্রি করার দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে। যদিও কালোবাজারি প্রতিরোধে রেলের পক্ষ থেকে নেই প্রযুক্তিগত কোনো ব্যবস্থা। নেই নজরদারিও। সব মিলিয়ে সহজের কাছে অসহায় রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি সহজের সঙ্গে চুক্তি করে রেল। শর্ত অনুযায়ী পাঁচ বছরে ২০ কোটি টিকিট বিক্রি করে ৫ কোটি টাকা কমিশন নেবে প্রতিষ্ঠানটি। এই হিসাবে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি চুক্তির মেয়াদ শেষ হবে। তবে চুক্তিতে ঈদের সময় শতভাগ টিকিট বিক্রির কোনো শর্ত ছিল না। পরবর্তী সময়ে রেল মন্ত্রণালয় উদ্যোগী হয়ে শতভাগ ঈদযাত্রার টিকিট বিক্রির দায়িত্ব প্রতিষ্ঠানটির হাতে তুলে দেয়। লিখিতভাবে প্রতিষ্ঠানটি এ দায়িত্বভার গ্রহণ করে ।

এ খবরটি নেওয়া হয়েছে : কালবেলা থেকে

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)