বেলুন
মোঃ আইয়ুব মজুমদার সাইমুন
মূল্য যদি বেলুন হতো
ফুলতে ফুলতে ফুলতে
উড়াল দিয়ে শূন্য হাওয়ায়
ঝুলতে ঝুলতে ঝুলতে।
ফাটত হঠাৎ শব্দ হতো
বাতাস ঠুসঠাস
ছিন্ন বেলুন পরতো এসে
মাটিতে নির্যাস।
বেলুন নিয়ে খেলুন
যতই টাকা ফেলুন
লাগাম ছাড়া উর্ধ্বগতি
আজকে বাজার মূল্য
শূন্য ভাসা হাওয়ায় ঠাসা
বেলুন সমতুল্য।