কবিতা আকাশ

0

 
কবিতা আকাশ

লেখক আইয়ুব মজুমদার সাইমুন 

আকাশে মিশে আলোর খেলা,

নীল রঙে লুকিয়ে ছোট্ট এক ছোঁয়া।


মেঘের বস্ত্রে ছোঁয়া সোনার আলো,

সূর্য উত্তালে, মায়াবী রঙিন দৃশ্য করে গোধূলি বিহারে।


তারা ছুঁয়ে দেয় ভূমির হৃদয়ে,

আকাশে সবুজ পাখির কথা গড়ায় মেঘে।


চাঁদের রঙে লাল, রাতে মুক্ত আকাশ,

এক ক্ষণে ভুলিয়ে যাওয়া সব দুঃখ এখানে পাশাপাশি হাসি।

Post a Comment

0Comments
Post a Comment (0)