ছুটি নেই
লেখক মিনহাজুল হক
ছুটি নেই
লেখক মিনহাজুল হক
ছুটি নেই
মেঘের কোলে চাঁদ উঠেছে,
সূর্য গেছে টুটি,
আজ আমাদের ছুটি নাই,
আজ আমাদের ছুটি নাই।
কি করিয়া আজ,
ভেবে না পায়,
রাস্তা হারিয়ে কোন শহরে যাই,
কোন শহরে গিয়ে ছুটে বেড়াই,
আজ আমাদের ছুটি নাই,
আজ আমাদের ছুটি নাই।
সৌজন্য :মিনহাজুল হক
Hi
ReplyDeleteHi
ReplyDelete